143 বার পড়া হয়েছে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আগামী ১৯ শে অক্টোবর রোজ বুধবার বিকাল তিনটা হতে মাদ্রাসাতু ইহইয়াই উলূমিদ্দীনে শানদার ইসলাহী মজমার আয়োজন করা হয়েছে। উক্ত মজমায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুর, আল্লামা ইয়াহয়া সাহেব দামাত বারাকাতুহ। এ ছাড়া আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত থেকে তাদের মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। ইসলাহী মজমা কামিয়াব হওয়ার জন্য সবার নিকট দোয়ার আবেদন জানিয়ে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।