আল হামদু লিল্লাহ ছুম্মা আলহামদু লিল্লাহ! আজ ১৫ই রবিউল আউয়াল মোতাবেক ৮ই নভেম্বর ২০২০ রোজ রবিবার। অনেক দিনের কাংখিত মেহমান উসতাদুল হুফফায হাফেয আব্দুল হক সাহেব দা.বা. এর মুবারক পদার্পন হয়েছে ইহইয়াই উলুমিদ্দীনের পবিত্র কাননে। মুআযযায মেহমানকে বরণ করার জন্য পূর্ব হতে রাস্তার দুইধারে দাড়িয়ে ছিল মাদরাসার উস্তাদ ছাত্রসহ অসংখ্য আল্লাহর বান্দা। ছাত্রদের এস্তেকবালের বিশাল লাইন অতিক্রম করে তিনি মাদরাসার চত্বরে প্রবেশ করেন সকাল সাড়ে সাতটায়। মাদরাসায় পৌঁছালে মুহতামিম সাহেব দা.বা. তাঁকে অভ্যর্থনা জানান। সাদরে গ্রহণ করে তাঁকে দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহতামিম সাহেব দা.ব. এর সংগে অল্পক্ষণ কথোপকথন হয়। এরপর হযরতকে নিয়ে যাওয়া হয় মসজিদে। সেখানে আগে থেকেই ছাত্র উস্তাদগণ অপেক্ষায় ছিলেন কাংক্ষিত মেহমানের জন্যে। সেখানে পৌছা মাত্রই ছাত্রদের আছ ছালামু আলাইকুম শব্দে কেপে ওঠে মাসজিদ ও তার আস পাশের পরিবেশ। সম্মানিত মেহমান আসন গ্রহণ করলে হযরত মুহতামিম সাহেব তাঁকে স্বগত ভাষণে গ্রহণ করেন। এরপর তাঁর সামনে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করে শোনানো হয় এবং শোনানো হয় তাঁর শানে লিখিত একটি তাহনিয়া। অতঃপর তাহনিয়া-পত্রখানি মাদরাসার পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেন হযরত মুহতামি সাহেব দা.বা.। এরপর কয়েকজন ছাত্র থেকে তিনি কুরআনের বিভিন্ন স্থান থেকে তিলাওয়াত শোনেন। তিলাওয়াতকৃত আয়াতের উপর ভিত্তি করে তিনি বিভিন্ন দিক নির্শনা দেন। ক্রমে এটি একটি মাশকের মাসলিসে পরিণত হয়। এরপর তিনি দোয়া করেন। দোয়ার পর নাস্তায় শরীক হন। এরপর তিনি মাদরাসা ত্যাগ করেন। যাওয়ার প্রাক্কালে খুব খুশি প্রকাশ করেন। আমরা সকলে তাঁর কামিয়াবী কামনা করি।
মাদরাসা সংবাদ
1,070 বার পড়া হয়েছে।
Subscribe
Login
0 Comments