1,527 বার পড়া হয়েছে।
আল হামদু লিল্লাহ ছুম্মা আল হামদু লিল্লাহ! গত ১২ ই সেপ্টেম্বর ২০২০ সরকারী সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসাতু ইহইয়া ই উলূমিদ্দীনের হিফজ বিভাগ খোলা হয় এবং সকল বিভাগের ভর্তি আরম্ভ হয়। সরকারী সিদ্ধান্ত বহাল থাকায় ঈদের পর পূনরায় ৮ই অক্টোবর ২০২০ হতে মাদরাসার হিফজ বিভাগ খোলা হয়েছে এবং নিয়ম তান্ত্রিকভাবে পড়া আরম্ভ হয়ে গেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জামাত বিভাগও খোলা হবে ইনশাআল্লাহ। অতএব সকল বিভাগের ছাত্রদেরকে ভর্তি হওয়ার জন্য এবং ক্লাস না চললেও নিয়মিত মাদরাসার খোঁজ খবর নেওয়ার উপদেশ দেয়া গেল।