لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ – المسلم 486
ইয়া আল্লাহ! আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না, বরং আপনি ঠিক তেমনই যেমন আপনি নিজে আপনার প্রশংসা করেছেন। [মুছলিম, (আরবী)২২২{৪৮৬}, ৯৭৪(ই.ফা), আবু দাউদ {(আরবী)৮৭৯, ১৪২৭ উভয় হাদীছের ছনদ সহীহ}, তিরমিযী, {(আরবী) ৩৪৯৩ ছনদ সহীহ}, নাছায়ী, ইবন মাযাহ, সহীহ ইবন হিব্বান, সহীহ ইবন খুযাইমাহ, মুছনাদে আহমাদ সহ অসংখ্য হাদীছের কিতাবে সহীহ ছনদে হাদীছের অংশটি বর্ণিত হয়েছে]
কে আমার রব, কী তাঁর পরিচয়?
কে আমার রব? কে আমাদের রব?? কে তোমাদের (অমুসলিম) রব???
আল্লাহ তায়ালা কুরআনুল মাজীদে আম্বিয়া (আ.)গণকে সেই পরিচয় দিয়েছেন। আল্লাহ তায়ালা শিক্ষা দিয়েছেন এই কথা বলতে,
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ آل عمران51
“নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব” কাজেই তোমরা তাঁর ইবাদাত করো। আর এটাই সীরাতে মুস্তাকীম (সহজ সরল সত্য সঠিক পথ) {সূরা আল ইমরান, আয়াত নং ৫১, সূরা মারইয়াম, আয়াত নং ৩৬} সূরা শূরা আয়াত নং ১৫। আল্লাহ তায়ালা আম্বিয়া (আ.)কর্তৃক বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে, তোমরা জানো যে, ‘‘আল্লাহ আমাদের ও তোমাদের রব”
কে আছমান যমীন ও তার মধ্যে যা কিছু আছে তার রব? কে উদয়াচলের রব??
আল্লাহ তায়ালা বলেন, إِنَّ إِلَهَكُمْ لَوَاحِدٌ (4) رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ 5
নিশ্চয়ই তোমাদের ইলাহ এক। তিনি আছমানসমূহ, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব এবং উদয়াচলের রব। (সূরা সফ্ফাত, আয়াত নং ৪,৫)
কে পূর্ব পশ্চিম ও এতদুভয়ের রব?
আল্লাহ তায়ালা বলেন, قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ — الشعراء- 28
(মুছা বলল) তিনি (আল্লাহ) পূর্ব পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা বোঝ। (সূরা শু’আরা, আয়াত নং ২৮)
কে আরশের রব?
আল্লাহ তায়ালা বলেন, فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ — التوبة 129
এ সত্ত্বেও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দিন, আমার জন্য আল্লাহ যথেষ্ঠ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তার উপরেই ভরসা করলাম আর তিনি (আল্লাহ) আরশে আজীমের রব। (সূরা তাওবা, আয়াত নং ১২৯)
কে সমগ্র বিশ্বের রব?
আল্লাহ তায়ালা বলেন, يَامُوسَى إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ — القصص 30
হে মুছা! নিশ্চয়ই আমিই আল্লাহ (যিনি) সমগ্র বিশ্বের রব।
কে সকলের রব?
আল্লাহ তায়ালা বলেন, قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ — الأنعام 164
আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোনো রবকে খুঁজবো অথচ তিনিই (আল্লাহ) সকল কিছুর রব। (সূরা আনআম, আয়াত নং ১৬৪)
অতএব আমার, আমাদের, তোমাদের (অমুছলিম), আছমান, যমীন, তার মধ্যে যা কিছু আছে সকলের, উদয়াচল ও অস্তাচলের, আরশে আজীমের, সমগ্র বিশ্বের এক কথায় সকল কিছুর রব আল্লাহ।
আসুন!!! সবাই বলি আমার রব আল্লাহ।
এবার জানি কী তাঁর পরিচয় … (চলবে ইনশাআল্লাহ)