ধারাবাহিক আলোচনা
মাদ্রাসাতু ইহইয়াই উলূমিদ্দীন প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে শানদার ইসলাহী মজমা ২০২২
141 বার পড়া হয়েছে।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আগামী ১৯ শে অক্টোবর রোজ বুধবার বিকাল তিনটা হতে মাদ্রাসাতু ইহইয়াই উলূমিদ্দীনে শানদার ইসলাহী মজমার আয়োজন করা…
ঈমান আকিদা
মাসজিদে দুনিয়াবী কথা বলার হুকুম
934 বার পড়া হয়েছে।আল্লাহ তায়ালা বলেন, { وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (الجن 18) } মাছজিদসমুহ আল্লাহ তায়ালাকে স্মরণ করার জন্য। কাজেই তোমরা আল্লাহ তায়ালার সাথে কাউকে…
জিজ্ঞাসা ও সমাধান
নিয়ামাতের শুকরিয়া… পর্ব ১
1,842 বার পড়া হয়েছে।فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার নিআমাতে আমরা ডুবে আছি। সামনে পিছনে, ডানে বামে, উপরে নীচে যে দিকেই তাকাই শুধু তাঁর নিআমাত।…
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পর্ব ২
আয়াতের দ্বিতীয় নির্দেশঃ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুতো আল্লাহ তায়ালার একক অধিকারের মধ্যে। বান্দার এই ক্ষেত্রে কোন প্রকার হস্তক্ষেপ করার অধিকার নেই। অথচ আল্লাহ তায়ালা বলেছেন তোমরা মৃত্যুবরণ করো না। স্বাভাবিকভাবে দেখতে গেলে মনের মধ্যে যেন কিছু প্রশ্নের অবতারণা হয়। কিন্তু এই কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি তবে সকল সংশয় দূর হয়ে যায়।